বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পানিবন্দি ঢাবির দুই হল ও ছাত্রাবাসের বাসিন্দারা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং স্যার এ এফ রহমান হলের এক্সটেনশন শাহনেওয়াজ ছাত্রাবাসের আশেপাশে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় পানিবন্দি হয়ে পড়েছে বহু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতের বৃষ্টিতে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ছবি: ইত্তেফাক

সরেজমিনে দেখা গেছে, নিউ মার্কেটের ১ নম্বর গেটের শুরু থেকে মৈত্রী পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় জলাবদ্ধতা। একই অবস্থা সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে।

বৃহস্পতিবার রাত ১১টার দিক থেকে মৈত্রী হলে পানি জমতে থাকে। এতে বিপাকে পড়েন নিচতলায় থাকা লোকজন। বিশেষ করে নিচতলায় গণরুম থাকায় ভোগান্তির শিকার হন মেয়েরা। বৃহস্পতিবার রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে হলটি।

ছবি: ইত্তেফাক

একই চিত্র দেখা গেছে বঙ্গমাতা হল এবং শাহনেওয়াজ ছাত্রাবাসে। সারারাত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল হলগুলো।

অপরদিকে, জলাবদ্ধতার কারণে এখনও বন্ধ আছে নিউ মার্কেট।

ইত্তেফাক/এসকে