রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গৌরনদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০০

বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর বার্থী বাসস্ট্যান্ডে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নারী যাত্রী নিহত হয়েছেন। সেই সঙ্গে বাস দুটির ভেতরে থাকা নারী ও শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও প্রাইভেট চিকিৎসকদের চেম্বার থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, আহত বাস যাত্রী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রাজধানী থেকে ছেড়ে আসা বরিশালগামী যাতায়াত সুপার লিমিটেড পরিবহনের ‘ঢাকা মেট্রো-ব ১২-১৩৮৩’ নম্বরের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গুনগুন ট্রাভেলসের ‘ঢাকা মেট্রো-ব ১৫-৮৪০০’ নম্বরের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুনগুন ট্রাভেলস ও যাতায়াত সুপার লিমিটেডের পরিবহনের যাত্রীবাহী বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ফলে গুনগুন ট্রাভেলসের সামনের দিকের সিটে বসে থাকা দেলোয়ারা বেগম (৪০) নামের একজন নারী যাত্রী সিটকে সামনের সড়কের ওপর পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কোলচর গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল ওয়াহেদ বেপারীর স্ত্রী। ভয়াবহ এ দুর্ঘটনায় দুটি বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশের পৃথক দুটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় দুর্ঘটনা কবলিত বাস দুটির ভেতর থেকে হতাহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় আহত দুটি বাসের ১৩ যাত্রীকে সেখান থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত বরিশাল সদরের বাসিন্দা রাকিব হোসেন (৩২) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাসিন্দা জাহিদ হোসেনকে (২৮) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও প্রাইভেট চিকিৎসকদের চেম্বার থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, ‘দুর্ঘটনার পর পরই দুর্ঘটনা কবলিত বাস দুটির চালক, সুপারভাইজার ও হেলপাররা পালিয়ে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্যোগে বাস দুটিকে মহাসড়কের ওপর থেকে উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ইত্তেফাক/এইচএ