রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফুটবলকে এগিয়ে নিতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে: নিক্সন চৌধুরী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৬

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনপ্রিয় ফুটবল খেলাকে আরও এগিয়ে নিতে বর্তমান তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। ফুটবল এমন একটা খেলা যা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। ফুটবলকে বর্তমান তরুণ সমাজ আরও এগিয়ে নিয়ে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলবেন এটাই আমার আহ্বান।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে ভাঙ্গা সরকারি কাজী মাহবুবুল্লাহ কলেজ মাঠে মাঠে কাপুড়িয়া সদরদী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকের এই ফুটবল খেলায় হাজার হাজার মানুষের উপস্থিতি বলে দিচ্ছে মানুষ এখনও ফুটবলকে জনপ্রিয়তার শীর্ষে রাখে। আগামীতেও এই ফুটবল খেলাকে এগিয়ে নিতে আমার একান্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কলেজপাড় বনাম বড়দিয়া ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ১ গোলে বিজয়ী বড়দিয়াকে প্রথম পুরস্কার বাজাজ ডিসকভার মটরবাইক্ উপহার হিসেবে তুলে দেন এমপি নিক্সন চৌধুরী। এ সময় কলেজপাড় রানার্সআপ হওয়ায় তাদেরকে একটি ফ্রিজ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইসমাইল মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ইত্তেফাক/এবি