রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পতেঙ্গায় ব্যাগে পাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২

চট্টগ্রামের পতেঙ্গায় ট্রলি ব্যাগে পাওয়া ব্যক্তির পরিচয় ও হত্যার রহস্য উন্মোচন করেছে পিবিআই। ওই ব্যক্তির নাম মোহাম্মদ হাসান। হত্যার ঘটনায় স্ত্রী সানোয়ারা বেগম ও ছেলে মোস্তাফিজুর রহমানকে আটক করে রাখা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করে রাখে পিবিআই।

এদিকে চট্টগ্রামের আকমল আলী রোডের একটি খাল থেকে মোহাম্মদ হাসানের শরীরের মূল অংশটি উদ্ধার করা হয় বলে ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন পিবিআই পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে একটি ট্রলি ব্যাগে ওই ব্যক্তির লাশের আটটি খণ্ড উদ্ধার করা হয়। তবে মাথা ও শরীরের অংশ না পাওয়ায় প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

কর্ণফুলী নদী ও সাগরের মোহনার কাছাকাছি এলাকায় খালের মুখে এক নারী ট্রলি ব্যাগটি দেখতে পান। পরবর্তীতে ব্যাগটি উদ্ধার করা হলে তাতে লাশের আটটি খণ্ড পাওয়া যায়। এর মধ্যে আছে দুই হাত, দুই পা, কনুই থেকে কাঁধ ও হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। খণ্ডিত প্রতিটি অংশ ছিল স্কচটেপে মোড়ানো।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন