বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বসিলায় ডাম্প ট্রাকচাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৫

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬

রাজধানীর বসিলায় ডাম্প ট্রাকচাপায় সিএনজিতে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই যাত্রী। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেন মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) ও চালক ইয়ার হোসেন (৪২)।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন বলেন, সকালে বসিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকটি অটোরিকশার সামনের দিকে ধাক্কা দেয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার চালক, যাত্রীসহ পাঁচজন। তাদেরকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে ও অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন