চট্টগ্রামের রাউজানে একটি বাড়িতে উদ্ধার করা হয়েছে একটি বিশাল অজগর। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাতোয়ান বাগিছা গ্রামের নবী সুফীর বাড়ির শামশুল আলমের বাড়িতে লাকড়ির স্তুপ হতে এই অজগরটি উদ্ধার করেন গ্রামবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবকের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে শামশুল আলমের বসতঘরের লাকড়ির স্তুপে বিশাল আকৃতির একটি অজগর দেখে স্থানীয় নারী-শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত নয়টার দিকে স্থানীয় যুবক গিয়াস উদ্দিনসহ এলাকাবাসীরা মিলে অজগরটি উদ্ধার করে বস্তাবন্দি করে রাখেন।
ঘটনাস্থল পরিদর্শনে আসা স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরো বলেন, ‘ওই বাড়ি থেকে স্থানীয় একটি অজগর উদ্ধার করেন। যার আনুমানিক ওজন ২২ কেজি, দৈর্ঘ্য ১৬ ফুট। আমি বিট কর্মকর্তাকে খবর দিয়েছি।’
রাউজান বন কর্মকর্তা (ঢালা বিট কাম চেক স্টেশন অফিসার) পল্লব কুমার সাহা ইত্তেফাকের এই সংবাদদাতাকে বলেন, ‘শনিবার সকালে অজগরটি স্থানীয়দের কাছ থেকে নিয়ে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাউজানের লোকালয় থেকে ছয়টি অজগর উদ্ধার হয়েছে। গত ২৯ আগস্ট ডাবুয়া হতে একটি উদ্ধার করে ঠান্ডাছড়ি পাহাড়ে অবমুক্ত করেছি। বনজঙ্গল উজাড় হওয়া, পশু-পাখি, অজগরের খাদ্য-শৃঙ্খল বিনিষ্ট হওয়ায় খাদ্যের খোঁজে অজগর লোকালয়ে ঢুকে পড়ছে।
উল্লেখ্য, চলতি বছর ৪ মার্চ ৭ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া বাড়ি হতেও একটি অজগর উদ্ধার হয়েছিল।