বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পরিণীতির বিয়েতে আসছেন না প্রিয়াঙ্কা?

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৬

উদয়পুর শহরে বেজে উঠেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার বিয়ের বাদ্য। বিমানবন্দর থেকে শুরু হয়েছে আয়োজন। আগামীকাল লেক পিচোলা হ্রদের ধারে সাতপাকে বাঁধা পরবেন রাঘব-পরিণীতি। আমন্ত্রিত সব অতিথিরা এরই মধ্যে আসতে শুরু করেছে। কিন্তু বোনের বিয়েতে দিদি প্রিয়াঙ্কা চোপড়াই নাকি থাকতে পারবেন না। এই নিয়ে চলছে নানা জল্পনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার আমেরিকা থেকে সোজা উদয়পুরে নামার কথা ছিল প্রিয়াঙ্কার। সঙ্গে আসার কথা ছিল মেয়ে মালতী চোপড়ারও। কিন্তু সকালে ইনস্টাগ্রামে হবু বর-কনেকে শুভেচ্ছা জানানোর সঙ্গে প্রিয়াঙ্কা একটি পোস্ট করেন।

প্রিয়াঙ্কা-পরিণীতি ছোটবেলায়

এসময় প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিজে পরিণীতির একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমি আশা করব তুমি তোমার জীবনের এমন বড় দিনে অত্যন্ত খুশি হবে এবং সন্তুষ্ট থাকবে ছোট বোন আমার। সর্বদা তোমার জন্য অনেক ভালোবাসা কামনা করি। খুব সুখী হও। পোস্টে তিনি রাঘব-পরিণীতি সকলকে ট্যাগ করে বিষয়টা শেয়ার করেছেন।

এদিকে স্বামী নিক আগেই জানিয়েছিলেন, তিনি থাকতে পারবেন না। গতবার বাগদানেও একদিনের মধ্যেই এসে ফিরে যান প্রিয়াঙ্কা। এবার তার আসা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

 

তবে ইতিমধ্যেই প্রিয়াঙ্কার মা ও ভাই উদয়পুরে পৌঁছেছেন। 

পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর উদিয়পুরের লীলা প্রাসাদে শুরু হতে চলেছে, গ্রেন অফ লাভ নামে একটি উষ্ণ স্বাগত মধ্যাহ্নভোজের সঙ্গে শুরু হবে, তারপরে সন্ধ্যায় একটি নাইটিজ-এর থিমে পার্টি হবে৷ ২৪ সেপ্টেম্বর বিয়ের মূল অনুষ্ঠান হবে বলেও হবে বলে জানা গিয়েছে। যেখানে একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদও উপস্থিত থাকবেন।

 

 

ইত্তেফাক/পিএস