মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা কিউদের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৪

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান অধিনায়ক লকি ফার্গুসন। দ্রুত ৩  উইকেট হারানোর পর শুরুর চাপ সামাল দেন হেনরি নিকোলস এবং টম ব্লান্ডেল।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ভালো শুরুর পরে দ্রুত উইকেট হারিয়ে দিশেহারা নিউজিল্যান্ড। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান উইল ইয়াং। এরপর ব্যাটিংয়ে নামে চ্যাড বোয়েস। তবে দ্রুত উইকেট পড়লেও আক্রমণাত্মক মেজাজেই ব্যাট চালাচ্ছিলেন আরেক ওপেনার ফিন অ্যালেন।  দলীয় ২৬ রানে ১৫ বলে ১২ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন ফিন অ্যালেন।

এরপর ব্যাটিংয়ে নামে হেনরি নিকোলস। হেনরি নিকোলসকে নিয়ে শুরুর চাপ সামাল দিতে ব্যর্থ হয় চ্যাড বোয়েস। দলীয় ৩৬ রানে ১৯ বলে ১৪ রান করে অভিষেক হওয়া খালিদ আহমেদের বলে আউট হন।

এরপর হেনরি নিকোলস সঙ্গে নিয়ে পরিস্তিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ক্রিজে আসা টম ব্লান্ডেল। দুজন মিলে ৯৫ রানের জুটি গড়েন। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন টম ব্লান্ডেল। তবে দলীয় ১৩১ রানে ৬১ বলে ৪৯ রান করা নিকোলাসকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন খালিদ আহমেদ।

এরপর ব্যাটিংয়ে নামা রাচিন রবীন্দ্র দলীয় ১৫৭ রানে ১৪ বলে ১০ রানে আউট হন। এরপর ক্রিজে আসা কোল ম্যাকনকি নিয়ে ব্যাটিং করছে টম ব্লান্ডেল। ৩১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

ইত্তেফাক/ওএফ/এবি