পাবনার সাঁথিয়ায় এক গৃহবধূর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে ইমোতে পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছে অভিযুক্ত যুবক আল আমিন। ভিডিও ধারণের প্রতিবাদ করলে গৃহবধূর বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। বুধবার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিজবাড়িতে গৃহবধূর গোসলের মুহূর্তের ভিডিও ধারণ করে পার্শ্ববর্তী রোমজান খন্দকারের ছেলে আল আমিন (২২)। এ ঘটনাটি গৃহবধূ টের পেলে গোপনে ভিডিওটি মুছে ফেলার জন্য আল আমিনকে চাপ দেয়। তারপর থেকেই রনি হোসন নামে একটি ইমো নম্বর থেকে গৃহবধূর স্বামীর ইমোতে ওই আপত্তিকর মুহূর্তেও ছবি পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল ভিডিও ধারণ করা চক্রটি। টাকা না দিলে ছবি ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করার হুমকি দেওয়া হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসেন। এমন সময় আপত্তিকর ভিডিও ধারণকারী লোকজন নিয়ে গৃহবধূর আত্মীয়-স্বজনদের ওপর হামলা চালায়। এ হামলায় মসলেম মোল্লার ছেলে সামাদ (৪০) আহত হয়।
গৃহবধূর স্বামী জানান, আল আমিন আমার স্ত্রীর গোসলের গোপন ভিডিও ধারণ করে ইমোর মাধ্যমে ছবি পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এ ব্যাপারে শনিবার দুপুরে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন জানান, আমি বিষয়টি মীমাংসার জন্য আল আমিনের স্বজনদের বার বার বলেছি। তারা মীমাংসা না করে বরং তাদের ওপর হামলা চালিয়েছে।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।