বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেগা প্রকল্পগুলো দেশকে করে তুলছে স্বনির্ভর ও সমৃদ্ধ: অ্যাড রুবেল

‘নির্বাচন বানচালের চেষ্টা রুখে দেবে যুব সমাজ’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৯

জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল বলেছেন, ‘মেগা প্রকল্পগুলো দেশকে করে তুলছে স্বনির্ভর ও সমৃদ্ধ। দেশের এই অগ্রযাত্রা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। দেশের যুব সমাজ এটা অনুধাবন করতে সক্ষম হয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে দেশে যুব সমাজ প্রস্তুত রয়েছে। সরকার পতনের এক দফা দাবি কোন দিনই পূরণ হবে না।’    

শনিবার কাকরাইলে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথম দরকার একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা। সরকার সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েই বিগত একযুগে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তৈরি করেছে নতুন এক মাইলফলক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে যাচ্ছে বাংলাদেশ। মাটির তলদেশ থেকে আকাশ পর্যন্ত সর্বত্র চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। দেশের টাকায় নির্মিত পদ্মা সেতু। পদ্মা সেতু দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলাকে সড়কপথে সরাসরি সংযুক্ত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে ৪ লেনবিশিষ্ট প্রথম টানেল। এ টানেল কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে। এ টানেলের দৈর্ঘ্য ৩.৪৩ কিলোমিটার। এটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। চালু হয়েছে মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কক্সবাজার জেলার মহেশখালীতে মাতারবাড়ী এলাকায় নির্মাণ হচ্ছে গভীর সমুদ্রবন্দর। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষের দিকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহসভাপতি দিবস তালুকদার, দেলোয়ার হোসেন নান্নু, সমাজ কল্যাণ সম্পাদক রমিজুল ইসলাম সোহাগ, এস এম বিপ্লব প্রমুখ।

ইত্তেফাক/এএএম

এ সম্পর্কিত আরও পড়ুন