রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওয়াশিংটনের পথে প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন ও অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে গাড়িতে করে নিউ ইয়র্ক ছাড়েন তিনি।

আগামী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এরপর ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন তিনি।

সফর শেষে ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইত্তেফাক/এইচএ