নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বাসায় বিস্ফোরণে স্ত্রী চায়না আক্তার সায়েমার মৃত্যুর ১২ ঘণ্টা পর স্বামী সোহান মিয়াও চলে গেলেন।
শনিবার রাত আড়াইটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে উপনীত হলো।
সত্যতা নিশ্চিত করেন বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। গণমাধ্যমকে তিনি জানান, সোহান মিয়া শরীরের ৯২ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে শনিবার সকালে কানিজ খাদিজা নিপা (২৫) ও দুপুরে চায়না আক্তার সায়েমার মৃত্যু হয়। বাকি হাসিনা মমতাজের অবস্থাও আশঙ্কাজনক বলে এই চিকিৎসক জানিয়েছেন।
আড়াইহাজার পৌরসভার লাসরদী গোয়ালপাড়া এলাকায় একটি ভবনের চারতলায় ভাড়া বাসায় তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস দেয় একটি চক্র। বিগত কিছুদিন ধরে ওই পাইপ থেকে চারতলার কক্ষটিতে গ্যাস লিক করছিল। পরে শুক্রবার ওই কক্ষে মোবাইল চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক স্পার্ক হলে জমে থাকা গ্যাসের মাধ্যমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। স্থানীয়দেরা আগুন নেভাতে সক্ষম হলেও আগুনে চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে স্থানান্তর করে।