টানা ৩ সপ্তাহ ধরে কমতে থাকা যমুনার পানি সিরাজগঞ্জে পয়েন্টে দিয়ে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। পাশাপাশি ওই জেলার অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও বড়াল নদী চলনবিলসহ জেলার মধ্য দিয়ে বয়ে চলা সবগুলো খালবিলেও পানি বাড়ছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ৩৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২১৭ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে চলেছে।
অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৪০ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, ‘কয়েকদিন ধরে বৃষ্টির কারণে পানি বাড়ছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। চলতি বছর বন্যার সম্ভাবনা নেই।’