বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০০৮

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। এ সময় ৩ হাজার ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ৭ জন ও ঢাকার বাইরে ৯ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ৩ হাজার ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২ হাজার ১৯৬ নতুন রোগী ভর্তি হয়েছেন।

ছবি: আব্দুল গনি

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯০৯ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হলেন ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

ইত্তেফাক/এএএম