বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রামপুরার নিখোঁজ সেই যুবক যশোর থেকে উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৩

রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হওয়া বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তাওসিফ জাওয়াদকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরার ৮১/১ নম্বর বাড়ি থেকে তাওসিফ বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান। এ ঘটনায় তাওসিফের বড় বোন তানজিনা আহমেদ বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি জিডি করেন। 

নিখোঁজ তাওসিফ জাওয়াদ আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান শিখো ডটকমের বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বিভাগের কর্মকর্তা।

পিবিআই যশোর জেলার পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শনিবার সকালে যশোরের কোতয়ালি থানাধীন গাড়িখানা রোডে এক যুবকে পড়ে থাকতে দেখে পিবিআইয়ের এএসআই মহিদুল ইসলাম তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

হাসপাতালে চিকিৎসা শেষে ভুক্তভোগী তাওসিফ জাওয়াদ নিজের নাম ও তার মোবাইল ফোন নম্বর বলেন পুলিশের কাছে। পরে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্রধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ভুক্তভোগীর পরিবারকে ভিডিও কলের মাধ্যমে ভিকটিমকে দেখালে তারা তাকে চিনতে পারে। 

এরপর ভুক্তভোগীর পরিবার পিবিআই যশোর কার্যালয়ে আসলে ভিকটিম তাওসিফ জাওয়াদকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঘটনার দিন জাওয়াদ বাসা থেকে বের হওয়ার পর কীভাবে ঢাকা থেকে যশোরে এসেছে এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পিবিআই যশোর জেলা পুলিশ সুপার জানান।  

 

ইত্তেফাক/এবি