রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিং এআই চ্যাটবট এবার ক্রোম ব্রাউজারে থেকে ব্যবহার করুন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০

ছয় মাস আগে গত ফেব্রুয়ারিতে বিং এআই চ্যাটবট নিয়ে হাজির হয়েছিল মাইক্রোসফট। স্যাম অল্টম্যানের সংস্থা ওপেন এআই-এর চ্যাট জিপিটি যে সময় বিশ্ব টেকমহলে ঝড় তুলছে সেই সময়ই বহু মানুষের নয়নের মণি হয়ে ওঠে মাইক্রোসফট বিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট। অল্প সময়ের মধ্যেই কিছু মানুষের ‘মনের কথা’ বলতে শুরু করে বিং এআই চ্যাটবট। কিছু মানুষতো আবার অল্প সময়ের মধ্যেই এই চ্যাটবটের সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন যে, চ্যাটবটের কোনও ভুলকে স্বীকারই করতে রাজি নন। কিছু ক্ষেত্রে আবার চ্যাটবটটি তার এমনই পারদর্শিতা দেখিয়েছে যে, মানুষের সঙ্গে তর্ক পর্যন্ত করেছে সে। তবে বিং চ্যাটবটের যে সব ভুলচুক ছিল, সেগুলির সবই শুধরে নিয়েছে মাইক্রোসফট। লঞ্চের ছয় মাসের মধ্যেই চ্যাটবটটি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে, প্রতিযোগীদের বলে-বলে কয়েক গোল দিতে পারে!

তবে এই বিং চ্যাটবটের এতদিন যে সীমাবদ্ধতা ছিল, তা হল বেশির ভাগ ওয়েব ব্রাউজার থেকেই ব্যবহার করা যেত না এআই চ্যাটবটটি। মাইক্রোসফট এবার সেই জায়গাতেই একটা বড়সড় পরিবর্তন করেছে। খুব শীঘ্রই আপনি এবার গুগল ক্রোম থেকেও বিং এআই চ্যাটবট অ্যাক্সেস করতে পারবেন।

কোম্পানির তরফে একটি ব্লগপোস্টে লেখা হয়েছে, ‘ক্রোম ডেস্কটপ ব্রাউজার সাপোর্ট:বিং চ্যাট এবং বিং চ্যাট এন্টারপ্রাইজ এবার থেকে ক্রোম ডেস্কটপ ব্রাউজারেও সাপোর্ট করবে। উইন্ডোজ, ম্যাক্স এবং লিনাক্স তিন ক্ষেত্রেই ক্রোম থেকে ব্যবহার করা যাবে চ্যাটবটটি এবং সেক্ষেত্রে লেটেস্ট স্টেবল চ্যানেল আপডেট করে নিতে হবে। ডেস্কটপ ও মোবাইলের থেকে অন্যান্য ব্রাউজারের জন্যও এই সুবিধা খুব শীঘ্রই দেওয়া হবে।’

গুগল ক্রোম থেকে কীভাবে বিং এআই চ্যাটবট ব্যবহার করবেন?

১. বিং এআই চ্যাট ব্যবহার করতে আপনাকে প্রথমেই গুগল সার্চ-এ যেতে হবে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে মাইক্রোসফট বিং এআই।

২. তারপরেই আপনি স্ক্রিনের ঠিক বাঁ-দিকে একটি চ্যাট ট্যাব দেখতে পাবেন। এবার আইকনটি আপনি দেখতে পাবেন মাইক্রোসফট বিং লোগোর ঠিক পরেই।

৩. আপনি যখনই ট্যাবে ক্লিক করবেন, বিং এআই চ্যাট পপ আপ হিসেবে দেখা দেবে। আপনার প্রশ্ন আপনি এবার জিজ্ঞেস করতে পারেন। ঠিক যে ভাবে মাইক্রোসফট এজ থেকে চ্যাটবটের সঙ্গে ইন্ট্রাক্ট করেন, এখান থেকেও ঠিক সেইভাবেই আপনাকে কাজটি করতে হবে।

ইত্তেফাক/এমএএম