শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শান্তর পছন্দের অধিনায়ক সাকিব

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছেন শান্তর। অধিনায়কত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত এই ব্যাটার।   

সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব পাওয়া নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন শান্ত। তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।'

প্রিয় অধিনায়ক কে বা কাকে ফলো করেন এমন প্রশ্নের জবাবে শান্ত আরও বলেন, 'ফলো বলতে, আমার পছন্দের ক্রিকেটার সবসময় সাকিব ভাই। অধিনায়ক হিসেবে এমএস ধোনিকে দেখেছি আমরা, ওনাকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি বলেন বা ওনার প্ল্যানিং, মাঠে প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুবই উপভোগ করি।'

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন