আগামী ৫ অক্টোবর পর্দা উঠছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে বিশ্বকাপ দল কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
শান্ত বলেন, ‘দুই একজন খেলোয়াড় এদিক ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কি হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না কারণ আমরা মোটামুটি জানি কারা যাবো, কারা খেলবো এবং কাদের কি রোল। তাই এটা নিয়ে খুব বেশি আসলে সমস্যা হয়নি।'
তিনি বিশ্বকাপ ভাবনা নিয়ে বলেন, ‘আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনো সেই স্বপ্নই দেখছি। আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা চেয়েছিলাম ওয়ানডে সুপার লিগ যেন সেরা চারের মধ্যে শেষ করি। যেটা আমরা সেরা তিনে থেকে শেষ করেছি। তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে, আমরা বিশ্বকাপে ভালো কিছু করব, যেটা কখনো করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে। এখনো আমাদের ওই একই স্বপ্নটাই আছে।’