রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গাজীপুর সিটি করপোরেশন

নতুন পরিষদের প্রথম সভায় বিদায়ী ভারপ্রাপ্ত মেয়রের অনিয়ম তদন্তের সিদ্ধান্ত

মায়ের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১

গাজীপুর সিটি করপোরেশন নতুন পরিষদের প্রথম সভা গতকাল সোমবার নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের সভাপতিত্বে সদ্য বিদায়ি ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের অনিয়ম-দুর্নীতি তদন্তের সিদ্ধান্তসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথম সভায় ৭৬ জনের মধ্যে ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই ৮ নম্বর ওয়ার্ড (কোনাবাড়ী) কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মো. সেলিম রহমান বলেন, ২১ মাসের দায়িত্ব পালনকালে সদ্য বিদায়ি ভারপ্রাপ্ত মেয়রের বিধিবহির্ভূত পদোন্নতি, পরিষদের সভায় অনুমোদন ছাড়াই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, শিল্পপ্রতিষ্ঠানের কর ফাঁকি, ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তের দাবি করছি। এ সময় অধিকাংশ কাউন্সিলর ঐ দাবির প্রতি সমর্থন জানালে  বিষয়টি নিয়ে তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়। ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানগর কৃষক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিনের দাবির প্রতি সমর্থন জানিয়ে নগরীর উন্নয়নের স্বার্থে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমকে মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।  সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বক্তব্যে মেয়র জায়েদা খাতুন কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি গাজীপুরবাসীর দুঃখ শহরের রেলক্রসিংয়ের উড়াল সেতুর কাজ দ্রুত শুরুর ঘোষণা দেন। সভায় সিটি করপোরেমনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এমএএম