বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মিরসরাইয়ে মৎস্য প্রকল্প খনন করায় দুজনের কারাদণ্ড

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল- বেজার অনুকূলে অধিগ্রহণকৃত এলাকায় বনাঞ্চলের গাছপালা কেটে মৎস্য প্রকল্প খননের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) অভিযানে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাকিব হোসেন (২৪) ও জসিম উদ্দিন(২৬) নামে দুজনকে আটক করা হয়।

ছবি: ইত্তেফাক

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিকটবর্তী নিলক্ষীরচর এলাকায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অধিগ্রহণকৃত এলাকায় দীর্ঘদিন ধরে গাছপালা কেটে মাটি বিক্রি ও মৎস্য প্রকল্প খননের কাজ করছিলো কতিপয় দুষ্কৃতকারীরা। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযানকালে নিলক্ষীরচর এলাকায় বেজার অনুকূলে অধিগ্রহণকৃৃত এলাকায় বনাঞ্চলের গাছপালা কেটে মৎস্য প্রকল্প খননের কাজে লিপ্ত থাকায় রাকিব হোসেন (২৪) ও জসিম উদ্দিনকে (২৬) দুজনকে আটক করা হয়। তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রেট মাহফুজা জেরিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মাটি খনের কাজে দুজনকে হাতেনাতে পাই। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুজনকে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

অভিযানকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল মোস্তফাসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতে পরিচালনায় জোরারগঞ্জ থানার পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করেন।

ইত্তেফাক/এইচএ