বৃষ্টিতে নির্মাণাধীন ছয় লেন মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী রুটে তীব্র যানজট দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর থেকে মহাসড়কের নলকা সেতু হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে এই যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, ‘হাটিকুমরুল গোলচত্বরের পূর্বদিকে হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ভোররাত সাড়ে তিনটার দিকে বৃষ্টি হওয়ায় গর্ত সৃষ্টি হয়। এ কারণে ধীরে ধীরে এই রুটে যানজট দেখা দেয়। খবর পেয়েই সেখানে আমি নিজে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলে ইট-বালু ও খোয়া আনিয়ে কাজ শুরু করি। গর্তটি ভরাট হওয়ার পর রোলার মেশিন দিয়ে ফিনিশিং করা হয়েছে।’