শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হৃদয়কে হারিয়ে চাপে বাংলাদেশ 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অভিষিক্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানে আউট হন অভিষিক্ত জাকির হাসান। ৫ বলে মাত্র ১ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হন তিনি। জাকিরের পর সাজঘরে ফিরে যান আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ৮ রানে ৫ বলে ৫ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন তামিম। 

এরপর শান্তকে সঙ্গে নিয়ে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন তারা। দলীয় ৩৫ রানে ১৭ বলে ১৮ রান করে আউট হন হৃদয়। তার বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন