নিখোঁজের দুই দিনপর সোহাগ মিয়া (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের মনজের মাষ্টারের ছেলে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ ভেসে উঠে।
জানা গেছে, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে সোহাগ তার বন্ধুদের সঙ্গে কেল্লাবাড়ি কাঠগাড়ী ক্যানেলের নেংটাছিড়া ব্রীজের নিচে গোসল করার সময় নিখোঁজ হয়ে যায়। পরে রংপুরের তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খুঁজে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডবুরীদলকে খবর দিয়ে নিয়ে আসে। তারাও অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে যায়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শরিফ আহম্মেদ বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরীদল অনেক খোঁজাখুঁজি করে ফিরে গেলে মঙ্গলবার দুপুরে ব্রীজের নিচে লাশ পাওয়া যায়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।