বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঢাকায় সমাবেশে গেলে আর যশোরে ফিরতে দেওয়া হবে না

বিএনপি নেতাকর্মীদের মারধরের হুমকি শাহীন চাকলাদার এমপির

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩০

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে, যশোরের মাটিতে বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে। বিএনপি-জামায়াত যদি হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেয়, যশোরে ব্যবসায়ীরা ভয় পাবেন না। যশোরে দোকানপাট, ব্যাংক সবকিছুই খোলা থাকবে, যদি তাতে কোনো ক্ষতি হয়, তাহলে জেলা আওয়ামী লীগ তাদের সে ক্ষতিপূরণ দেবে।

তিনি বলেন, যশোরের বিভিন্ন স্থান থেকে বিএনপি, জামায়াত-শিবিরের লোকজন বাড়ি ছেড়ে ঢাকার সমাবেশে যাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ওদেরকে বোঝান, ঢাকায় গেলে আর যশোরে ফিরতে দেওয়া হবে না।

বিএনপি-জামায়াতের দেশবিরোধী অব্যাহত ষড়যন্ত্র, অপপ্রচার ও পদযাত্রার নামে আগুন-সন্ত্রাসের প্রতিবাদে যশোর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বিকালে চৌরাস্তা মোড়ে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে শাহীন চাকলাদার আরও বলেন, রোড মার্চের নামে আগুন-সন্ত্রাসের চেষ্টা করলে খেলা শুরু হয়ে যাবে। বিএনপি নেতাকর্মীদের প্রতি তিনি বলেন, তারেক থাকে লন্ডনে, আপনারা থাকবেন যশোরে। তারেকের কিছু হবে না। ক্ষমতায় আপনারা যেতে পারবেন না। বিপদে আপনারাই পড়বেন। মামলা খেলে আপনারাই খাবেন। তারপরও যদি আপনারা ভালো হতে না চান, মার শুরু হবে, মার। শান্ত যশোরকে অশান্ত করার চেষ্টা করলে সত্যি সত্যি এবার আপনাদের মার দেওয়া ছাড়া উপায় নেই। 

শাহীন চাকলাদার বলেন, আপনারা স্যাংশন, ভিসা-নীতির কথা বলছেন। আমাদের দুর্নীতির টাকা আমেরিকায় বসানো নেই, আমাদের ভিসা-নীতির ভয়ও নেই। ভিসা-নীতিতে পড়েছে বিএনপির সন্ত্রাসীরাই। 

জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

ইত্তেফাক/এমএএম