ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা বেড়ে ৪৫০ জনে দাঁড়িয়েছে। ইরাকি রেড ক্রিসেন্টের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর একটি পোস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইরাকের আইএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অবশ্য ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি ফাটানোর পরে আগুন ছড়িয়ে পড়ে।
রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের বড় শহর মসুলের পাশে এই হামদানিয়াহ জেলার অবস্থান।
নিনেভেহ প্রদেশের গভর্নর নাজিম আল-জুবরি বিবিসিকে জানান, ঠিক কী কারণে এ আগুনের সূত্রপাত হলো- তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
নিনেভের ডেপুটি গভর্নর এর আগে রয়টার্সকে বলেছিলেন যে ১১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর জানিয়েছে, দাহ্য পদার্থ্য এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে হলের ছাদের কিছু অংশ ধসে পড়ে। এই ঘটনাটি ঘটে আগুন লাগার কয়েক মিনিটের মাথায়।