রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইরাকে বিয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৪

নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এক বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০। হলরুমে কর্মরত ৯ জনকে প্রেপ্তার করা হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বিবিসি।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক ও তথ্য বিভাগের পরিচালক মেজর জেনারেল সাদ মান জানান, আরও চারজন কর্মচারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে এক বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন,  বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দাহ্য পদার্থ্য এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে হলের ছাদের কিছু অংশ ধসে পড়ে। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রাণহানি বেড়েছে।

এ ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী।

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন