ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী তাহমিম ওসমানকে র্যাগিং এর অভিযোগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার লক্ষ্যে আগামী ৩ অক্টোবর ছাত্র-শৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছে।
এরআগে, গত রবিবার এ ঘটনা তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর সাইফুল ইসলাম তদন্ত প্রতিবেদন উপাচার্যের কার্যালয়ে জমা দেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওইদিন উপাচার্যের সভাপতিত্বে তার কার্যালয়ে বেলা ১১ টায় সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সভায় র্যাগিং এর তদন্ত প্রতিবেদন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনও এদিন পর্যালোচনা করা হবে।
এদিকে, তদন্ত কমিটি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অন্তত ১৬ পৃষ্ঠার ঐ তদন্ত প্রতিবেদনে র্যাগিংয়ে ভুক্তভোগী ও অভিযুক্তদের সাক্ষাৎকারসহ সংশ্লিষ্টদের বক্তব্য এবং তদন্তে প্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত রয়েছে। এছাড়া ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট-১৯৮৭ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।
এবিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। ঘটনার সত্যতা পাওয়ার বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।