নানা আয়োজনে বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শোভাযাত্রা ও সেমিনারসহ প্রশাসনের উদ্যোগে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি ও সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের সহযোগিতায় এসব আয়োজন করা হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন মুজিবাঙ্গনে শেষ হয়।
এরপর সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলার পর্যটনবিষয়ক সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার করা হয়।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেটে সোহেল হাফিজ।
আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, মীর্জা এসআই খালিদ, জাকির হোসেন মিরাজ, আরিফ খানসহ অনেকে।
জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপার সম্ভাবনাময় বরগুনা জেলার পর্যটন শিল্প প্রসারে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। জেলার পর্যটন শিল্প প্রসারের জন্য প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পর্যটন উদ্যাক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।