বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এবার পালাতে বোরকাও খুঁজে পাবেন না, আওয়ামী লীগ নেতাদের ইশরাক 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩০

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অনেকে রাজনীতি করেন, যারা আমাদের নানা সময়ে ভয়ভীতি দেখান। ২০০১ সালের নির্বাচনের পর ওই নেতা বোরকা পরে দেশ ছেড়েছিল। এবার সে সুযোগও পাবে না। প্রত্যেকটি অপরাধের শাস্তি হতে হবে। আমরা এখন ঢাকাতে আন্দোলন করছি। আগামীতে ঢাকা ও নারায়ণগঞ্জ মিলে আন্দোলন করে সরকারের পতন ঘটানো হবে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের সড়কে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সমাবেশে ইশরাক এ কথা বলেন। 

জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

ইশরাক বলেন, আমি এখানে আমন্ত্রিত ছিলাম না। আমি শুধু একজন কর্মী হিসেবে এখানে এসেছি। আমি নিচে বসলেও আমাকে মঞ্চে ডেকে এনে সম্মানিত করা হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে বাসায় অবরুদ্ধ করে রেখেছে সরকার। আমাদের নেত্রীকে সুরক্ষা দিতে না পরালে নিজেদের কী সুরক্ষা দেব? কোন মুখে আমরা বলব গণতন্ত্র পুনরুদ্ধার করব? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম।

লাঠিসোটা নিয়ে দফায় দফায় মহড়া

নারায়ণগঞ্জে বিএনপির গণসমাবেশে লাঠিসোটা নিয়ে দফায় দফায় মহড়া দিয়েছেন দলটির নেতা-কর্মীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিস সংলগ্ন সড়কে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণসমাবেশের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য চোখে পড়ে। 

গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন থানা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দুপুর ১২টা থেকে পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। 

ব্যানার ফেস্টুন হাতে নানা ধরনের স্লোগানে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের কয়েক হাজার যাত্রী। তবে সমাবেশে আসা ছাত্র ও যুবদলের বিভিন্ন মিছিলে লাঠিসোটা নিয়ে নেতাকর্মীদের মহড়া দিতে দেখা যায়। বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড়, সাইনবোর্ড ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দৃশ্য দেখা যায়। দল বেঁধে লাঠিসোটা হাতে মিছিল করে বিভিন্ন পয়েন্টে মহড়া দেন তারা। আক্রমণাত্মক ও হুমকিমূলক স্লোগানও দেন তাদের কেউ কেউ। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা।

ইত্তেফাক/পিও