বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কবি আসাদ চৌধুরীর অবস্থা সংকটজনক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪

বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরীর অবস্থা প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। তিনি টরন্টোর অদূরে অশোয়া শহরে লে'ক রিজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবির মেয়ের জামাই চিত্র নির্মাতা নাদিম ইকবাল ইত্তেফাককে জানান, সংকটজনক শারীরিক অবস্থা কাটিয়ে এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন। কখনও অক্সিজেন ও ব্লাড প্রেসার দেখে ডাক্তার ও সেবিকা হতাশ প্রকাশ করেছেন।

গত বছর নভেম্বরে আসাদ চৌধুরীর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এছাড়াও শ্বাসকষ্ট, কিডনিসহ নানান জটিল রোগে আক্রান্ত কবি দীর্ঘ কয়েক মাস ধরে প্রায় হাসপাতাল থেকে হাসপাতালেই অবস্থান করছেন। বর্তমানে লে'ক রিজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ওটোয়া দূতাবাস থেকে এক বিবৃতে বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান বিস্তারিত জানান। কবি জীবিত অবস্থায় আতঙ্কজনক প্রেস রিলিজ নিয়ে অনেকই অনভিপ্রেত এবং দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

কবির স্ত্রী শাহানা চৌধুরী এবং কন্যা নুসরাত জাহান চৌধুরী শাঁওলীন কবির অগণিত ভক্ত-বন্ধু-স্বজন-শুভার্থীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইত্তেফাক/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন