রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

উজবেকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত এক, আহত ১৬২ 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২১

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বিমানবন্দরের কাছে বুধবার দিবাগত রাতে এক গুদামে শক্তিশালী বিস্ফোরণ ঘটছে। এতে এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ১৬২ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে আশেপাশের ভবনের জানালা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজ ওয়বসাইট নোভা-২৪ জানায়, বিমানবন্দরের কাছে শুল্ক বিভাগের একটি গুদামে এ বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া রাতের আকাশে উঠতে দেখা যায়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, এক কিশোরের ওপর জানালা ভেঙে পড়লে সে মারা গেছে। আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তারা আশঙ্কামুক্ত। এ ছাড়া ১৩৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। উজবেকিস্তান হলো মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের সবচেয়ে জনবহুল একটি দেশ।

ইত্তেফাক/এসআর