রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পৃথক মাইক্রোবাস দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত, আহত ১৮

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৩

চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ২ পুলিশের সদস্য নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে সীতাকুণ্ড উপজেলাধীন সুলতানা মন্দির এলাকা ও সকালে মিরসরাই উপজেলার ছোট কমলদহ এলাকায় এই দুই দুর্ঘটনা সংঘটিত হয়। সকাল পৌনে আটটার দিকে ছোট কমলদহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ পরিদর্শক এস এম জাহিদ ইকবাল নিহত হন। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে থাকা আরও সাতজন আহত হন।

এদিকে ভোর সাড়ে চারটার দিকে সুলতানা মন্দির এলাকায় একটি লরির সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় জাহিদ নামে অপর এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ১১ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

নিহত জাহিদ সপরিবারে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণে যাচ্ছিলেন। কিন্তু পেছন দিক থেকে আসা প্রাইভেট কারটি সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি উল্টে ও দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। প্রসঙ্গত, নিহত জাহিদ চুয়াডাঙ্গা জেলাধীন পুলিশের বিশেষ শাখা সংস্থায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

ইত্তেফাক/এইচএ