মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মৃত্যুহীন দিনে ৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৭

গত ২৪ ঘণ্টায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) করোনাভাইরাসে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৭০৬ জনের। নতুন করে ছয়জনকে ধরে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৩২১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে শূন্য দশমিক ৯৯ শতাংশ ও এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ১৩ শতাংশ। পক্ষান্তরে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮ দশমিক ৪২ শতাংশ ও এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ দশমিক ৪৪ শতাংশ।

বর্তমানে সর্বমোট চলমান পরীক্ষাগার রয়েছে ৮৮৫টি। এতে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৮০৬টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ২৩৭টি। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ কোটি ৩ লাখ ৫০ হাজার ৮৭৩টি ও বেসরকারি হাসপাতালে ৫২ লাখ ২৮ হাজার ৩৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

ইত্তেফাক/এইচএ