পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে পবীত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব স্থানীয় রিজার্ভ পুকুর পার জেপির উপজেলা দলীয় কার্যালয়ে আলোচন সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রহমাতুল্লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়া সাল্লামের কর্মময় জীবনাদর্শের ওপর আলোচনা করেন শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন।
এছাড়া আলোচনায় অংশ নেন জেপির উপজেলা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জেপি নেতা মো. কবির হাওলাদার, রেজা আহম্মেদ দুলাল, জামাল উদ্দিন লিটন, জেপি নেতা ও ইউপি সদস্য মো. সাকায়েত হোসেন সিপাই, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন তালুকদার, উপজেলা যুব সংহতি নেতা মো. মঞ্জু সরদার, মো. সোলায়মান সরদার, মো. হাসান জোমাদ্দার, ছাত্রসমাজের মো. মাহাবুব শরীফ শুভসহ আরও অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ফারুক হোসাইন।