মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্পেনে নাইটক্লাবে আগুন, মৃত ৬

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৫:৪০

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সকাল ৬ টায় আটালায়াস এলাকার থিয়েটার নাইটক্লাবে আগুন লাগে। এখন পর্যন্ত ৬ জনের মৃতের তথ্য পাওয়া গেছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জরুরী পরিষেবা থেকে বলা হয়েছে, সেই সময়ে নাইটক্লাবে ছিলো এমন নিখোঁজ ব্যক্তিদের খুঁজছেন এনং তাদের তালিকা করা হচ্ছে। আগুণের ধোঁয়ায় আসুস্থ হওয়া চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে, কী কারণে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি।

ইত্তেফাক/এএইচপি