রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারত-পাকিস্তান ‘ফাইনাল’ দেখছেন মুরালি-গেইল

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৯:১৮

বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র কয়েকদিন। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বৈশ্বিক এই শুরুর আগে বিজয়ী হবে কোন দল, কোন দলই বা আন্ডারডগ তা নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন সাবেক তারকা ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিলেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল ও দিনেশ কার্তিক। এই তিন সাবেক ক্রিকেটারদের মতে এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

গতকাল রাতে স্টার স্পোর্টস তাদের টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও আপলোড করেছে। সেখানে দেখা যাচ্ছে, এবারের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন মুত্তিয়া মুরালিধরন, সঞ্জয় মাঞ্জেরেকার, ওয়াকার ইউনুস, জ্যাক ক্যালিসের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। সেখানে সাবেক লঙ্কান কিংবদন্তি স্পিনার মুরালি বলেন, ‘আমি ভারত-পাকিস্তানকে ফাইনালে দেখতে চাই।’

প্রথমবারের বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ। দেশটির সাবেক ক্রিকেটার ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল বলেন, ‘আশা করি, ভারত-পাকিস্তান ফাইনাল হবে।’ আর দিনেশ কার্তিকও বলেন, ‘ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই আমি।’ 

এছাড়া জ্যাক ক্যালিস, ওয়াকার ইউনুস, ডেইল স্টেইনদের মতে, ফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড। সঞ্জয় মানজেরেকার স্বাগতিক ভারতকে ফাইনালে রেখেছেন। আর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মধ্যে ফাইনালিস্ট হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে। অ্যারন ফিঞ্চ ফাইনালে দেখছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে।   

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন