আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্লোবাল সাসটেইনেবল টুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ। ‘টুরিজস, কালচার অ্যান্ড নেটওয়ার্কিং’ শিরোনোমে পর্যটন ভবনে আনুষ্ঠানিকভাবে এ যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে গ্লোবাল সাসটেইনেবল টুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ (জিএসটিএনবি)-এর চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ বক্তব্য রাখেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন, টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচাল মফিজুর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান, অ্যাম্বাসেডর ও সাবেক সচিব মাহবুব-উজ-জামান, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম, সাবেক সহকারী নৌবাহিনী প্রধান এম মাহবুব-উল-আলম, প্রতিষ্ঠানটির উদদেষ্টা এবং ইস্তাম্বুল মেয়রের বিদেশবিষয়ক উপদেষ্টা অ্যাম্বাসেডার মুস্তফা উসমান তুরান, ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রসোয়া গ্রোজে। স্বাগত বক্তব্য রাখেন জিএসটিএনবি-এর নির্বাহী পরিচালক আবু সুফিয়ান।
গ্লোবাল সাসটেইনেবল টুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ দেশি-বিদেশি, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ, একাডেমিকস, প্রফেশনালস, রিসার্চারস, লেখক, সাংবাদিক ও পর্যটকদের সঙ্গে বহুমাত্রিকভাবে কাজ করছে। একইসঙ্গে পর্যটনের উন্নয়ন, পরিকল্পনা, প্রচার-প্রসার ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এছাড়া গবেষণা, নীতি-নির্ধারণ ও সরকারের কৌশল প্রণয়নে সহায়তা করা, শিক্ষা ও প্রশিক্ষণ, দেশে-বিদেশে ইভেন্ট আয়োজন এবং সর্বোপরি পিপল টু পিপল কন্টাক্ট প্রতিষ্ঠায় গ্লোবাল সাসটেইনেবল টুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ কাজ করছে।