গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বার্ড ও ওপেনএআই-এর চ্যাটজিপিটিই এখন একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। তবে সম্প্রতি চ্যাটজিপিটি গুগল বার্ডকে কিছুটা টেক্কা দিয়ে এগিয়ে গেছে।
সম্প্রতি চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে কথা বলার সুবিধা। এখন টেক্সট টু স্পিচ ফিচার ব্যবহারে অনেকেই নানা উপকার উপভোগ করতে পারবেন। তবে এটি বাদেও আরেকটি ফিচার অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছে। চ্যাটজিপিটিতে এখন ছবি দিয়েও আপনি আপনার কৌতূহল মেটাতে পারবেন। একবার ভেবে দেখুন, আপনি একটি ছবি দেখলেন কিন্তু বিস্তারিত তথ্য আপনার হাতে নেই। এখন এর তথ্য পাবেন কিভাবে? চ্যাটজিপিটিকে দিন, সে একটা সহজ উপায় বের করে দেবে।
সম্প্রতি একটি ব্লগে এ নিয়ে চ্যাটজিপিটি কর্তৃপক্ষ বিশদ ব্যাখ্যাও করেছেন। 'ভয়েস আর ছবি ব্যবহারে চ্যাটজিপিটিতে প্রাণ সঞ্চার করার হাজারো সুযোগ রয়েছে। আপনি কোনো প্রান্তরের ছবি তুলুন। তারপর সেই প্রান্তর সম্পর্কে আলোচনা চালিয়ে যান। বের করার চেষ্টা করুন ছবির আকর্ষণীয় দিক। বাড়িতে আপনার ফ্রিজের একটি ছবি তুলুন। তারপর চ্যাটজিপিটির মাধ্যমে বের করুন কি রেসিপি রাতের জন্য বরাদ্দ হবে। রাতের খাবার শেষে আপনার সন্তানের অঙ্ক কষার যন্ত্রণার সমাধানও ছবি তুলেই করুন।'
জুলাইয়ে গুগল মাইক্রোসফটের সহযোগিতা পাওয়া চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে। বার্ড ছবি, বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ও একাধিক ভাষায় আপনাকে উত্তর দিতে পারে। তাই অনেকেই ভাবছিলেন চ্যাটজিপিটির তুলনায় বার্ড অনেক এগিয়ে। কিন্তু নতুন ফিচার যুক্ত হওয়ার পর আবার সমালোচকরা বিপদে। এই একটি বিষয়ই প্রমাণ করে, চ্যাটবট হিসেবে চ্যাটজিপিটি কতটা উন্নত।
কিন্তু এ নিয়ে এত উৎসাহিত হওয়ার কি রয়েছে?
চ্যাটজিপিটির ভিশন ফিচার এখনও চালু হয়নি। কিন্তু মানুষ ইতোমধ্যে এটি ব্যবহারের সৃজনশীলতা খুঁটিয়ে বের করে নিচ্ছে। কিভাবে এই টুলটিকে আরও ভালোভাবে ব্যবহার করা যায় তা আবিষ্কারের উৎসাহে মত্ত সবাই। যারা পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন তারা কিন্তু ইতোমধ্যে এর সুবিধা পেয়ে যাচ্ছেন। অনেকে ছবি আপলোড করে নিখুঁত উত্তর পেয়েছেন।
অনেকে ধারণা করছেন এভাবে ছবি ব্যবহার করে যদি চ্যাটজিপিটিকে ব্যবহার করা যায় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ইন্টেরিওর ডিজাইন। একটি স্থানকে শনাক্ত করা এবং তার চারপাশের পরিবেশকে যাচাই করে যখন চ্যাটজিপিটি উত্তর দেবে তখন স্বভাবতই ইন্টেরিওর ডিজাইন আরও নিখুঁত হবে। সে হিসেবে চ্যাটজিপিটির সম্ভাবনা আরও সমৃদ্ধ হতে চলেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস