রকমারি বেস্ট সেলার বই-২০২৩ এর নন-ফিকশনে শ্রেষ্ঠ লেখকের সম্মাননা পেলেন লেখক, কোচ কাঞ্চন একাডেমির কর্ণধার ও বাংলাদেশের একমাত্র সার্টিফাইড হ্যাপিনেস কোচ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক গ্রহণ করেন তিনি।
নন-ফিকশন বিভাগ এবং ব্যবসা বিনিয়োগ ও অর্থনীতি ক্যাটাগরিতে বেস্টসেলার পুরস্কার জেতেন কোচ কাঞ্চন।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক সেলিনা হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সহসভাপতি শ্যামল পাল, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক এবং রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগসহ লেখক, প্রকাশক ও পাঠকরা উপস্থিত ছিলেন।
নিজের অনুভূতি প্রকাশ করে কোচ কাঞ্চন বলেন, ‘আমার সব পাঠকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাফল্যের পথ চলায় এবং সামনের দিনগুলোতে আপনাদের সবার ভালোবাসার এই শক্তি পাশে থাকুক এমন প্র্যত্যাশা করি।’