রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২২:১২

ভারতের মহারাষ্ট্রের এক সরকারি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ৩১ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬  জনই নবজাতক। মঙ্গলবার (৩ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় ২৪ রোগীর মৃত্যুর খবরে দেশটির সংবাদমাধ্যমগুলোর শিরোনামে উঠে আসে এ খবর। আজকে সেই হাসপাতালে আরও ৭ রোগীর মৃত্যু হয়ে এ সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এনিয়ে দেশটিতে ব্যাপক শোরগোল পড়েছে। 

এ ঘটনার পর নানদেনে শঙ্করাও চ্যাবন গভর্মেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল পরিদর্শনে গেছেন শিব সেনা এমপি হেমনাত পাতিল। সেখানে তিনি এক ময়লা টয়লেট হাসপাতালের ভারপ্রাপ্ত ডিনকে দিয়ে পরিষ্কার করে নিয়েছেন। পুরো এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে শিব সেনাকে বলতে শোনা যাচ্ছে, টয়লেটে সামান্য মগ নেই আর আপনারা মানুষদের ওপর চিৎকার করেন যারা টয়লেট ব্যবহার করে না। আপনারা চিকিৎসক ও ডিনরা কি বাড়িতেও একই ব্যবহার করেন? 

এরপর শিবসেনা এক চিকিৎসককে আরেকটি বালতি আনতে বলেন। এই মেডিক্যাল কলেজে কি শুধু একটি বালতি? ভিডিওতে এরপর দেখা যায়, শিবসেনা ভারপ্রাপ্ত ওই ডিনের হাতে একটি ঝাড়ু তুলে দেন এবং তার কাছে টয়লেট পরিষ্কার করিয়ে নেন। 

এর আগে মহারাষ্ট্রের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বলেছেন, হাসপাতালে এতো রোগীর মৃত্যুর ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন জমা দিতে ছত্রপতি সম্ভাজিনগর জেলা থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আমি নিজে ওই হাসপাতাল পরিদর্শনে যাবো। 

রাজ্যটির মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ভারতের বিরোধীদল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এ ঘটনার তদন্তের দাবি করেছেন। বলেছেন,  এটি অত্যন্ত  অত্যন্ত বেদনাদায়ক, গুরুতর এবং উদ্বেগজনক।

ইত্তেফাক/এসআর/এবি