আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রীপরিষদসচিব কবির বিন আনোয়ার। এর আগে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আশেক উল্লাহ রফিক এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, কানিজ ফাতেমা এমপি, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
এ ছাড়াও জেলা, পৌর আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।