বৃহত্তর ময়মনসিংহের একটি জেলা কিশোরগঞ্জ। সেই জেলা সমিতির পক্ষ থেকে ঐতিহ্যবাহী তলোয়ার সংবলিত স্মারক সম্মাননা দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে। সেই স্মারক সম্মাননা প্রধান বিচারপতি প্রদান করেছেন সুপ্রিম কোর্ট জাদুঘরে।
আজ বুধবার (৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতির পক্ষে এই স্মারক সম্মাননা সুপ্রিম কোর্ট জাদুঘর কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা ও বিশেষ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের কাছে হস্তান্তর করেন রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।
নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে রেজিস্ট্রার জেনারেল বলেন, প্রধান বিচারপতি যেসব স্মারক সম্মাননা পেয়ে থাকেন রীতি অনুযায়ী তা সুপ্রিম কোর্ট জাদুঘরে প্রদান করে থাকেন। এটা প্রধান বিচারপতির অভিপ্রায়। এ ধরনের স্মারক সম্মাননা হস্তান্তর করায় সমৃদ্ধ হচ্ছে সুপ্রিম কোর্ট জাদুঘর।
দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসাবে গত ২৬ সেপ্টেম্বর শপথ নেন বিচারপতি ওবায়দুল হাসান। নেত্রকোনার মোহনগঞ্জের কৃতি সন্তান হিসেবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পরদিন ২৭ সেপ্টেম্বর নাগরিক সংবর্ধনা দেয় বৃহত্তর ময়মনসিংহ সমিতি। জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত সংবর্ধনায় বৃহত্তর ময়মনসিংহের অন্যতম জেলা কিশোরগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে তলোয়ার সম্বলিত স্মারক সম্মাননা প্রধান বিচারপতিকে প্রদান করা হয়। ওই দিন কিশোরগঞ্জ ছাড়াও বৃহত্তর ময়মনসিংহের আরও পাঁচটি জেলার পক্ষ থেকে বালিশ মিষ্টিসহ তাদের ঐতিহ্য সংবলিত স্মারক সম্মাননা প্রধান বিচারপতিকে দেন।
এর মধ্যে তলোয়ার সম্বলিত স্মারক সম্মাননা সুপ্রিম কোর্ট জাদুঘরে দেওয়ার ইচ্ছা পোষণ করেন প্রধান বিচারপতি। এরই পরিপ্রেক্ষিতে আজ সেটা প্রধান বিচারপতির দপ্তর থেকে রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো হয়। রেজিস্ট্রার জেনারেল স্মারক সম্মাননাটি সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট জাদুঘর সম্পর্কিত সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের কাছে হস্তান্তর করেন। এরপরই সেটা সুপ্রিম কোর্ট জাদুঘরে পাঠানো হয়। এ সময় হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান।
মো. মোয়াজ্জেম হোসেন ইত্তেফাককে বলেন, ‘প্রধান বিচারপতি দেশ ও দেশের বাইরে থেকে যেসব স্মারক সম্মাননা লাভ করেন সেগুলো দীর্ঘদিনের রীতি অনুযায়ী সুপ্রিম কোর্ট জাদুঘরে হস্তান্তর করে থাকেন। এটা প্রধান বিচারপতির অভিপ্রায়। এতে আমাদের জাদুঘর সমৃদ্ধ হচ্ছে।’