লক্ষ্মীপুরে রায়পুরের কুখ্যাত মাদক সম্রাট নামে পরিচিত মো. দেলোয়ার হোসেন মাইকেলকে (৩৬) ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বামনী ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রি ১০ হাজার টাকা ও ২০০ গ্রাম গাজাও পাওয়া যায়। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া।
জানা গেছে, সোমবার রাতে থানার এসআই মাহমুদুল হাসান ইরফান সঙ্গীয় ফোর্স নিয়ে বামানী ইউনিয়নের কবির হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে মাদক ব্যবসায়ী মাইকেল ট্যাবলেট বিক্রি করার সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হন। এর আগে কুখ্যাত এই মাদক সম্রাট মাইকেলের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ১০টি মামলা দায়ের করা হয়েছে।
রায়পুর থানার ওসি (তদন্ত) মো. সামছুল আরেফিন বলেন, ‘কুখ্যাত মাদক সম্রাট মাইকেল দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে রায়পুর, রামগঞ্জ ও সদর থানায় ১০টি মামলা রয়েছে। অপরাপর জেলাতেও একাধিক মাদক মামলা আছে। এরই মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামি মাইকেলকে কারাগারে পাঠানো হয়েছে।’