রাজশাহীর বাঘায় পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন, বাঘা উপজেলা আওয়ামী লীগ ও আড়ানী পৌর মেয়র মুক্তার আলী।
এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, কুইজ ও রচনা প্রতিযোগিতা আয়োজন করে উপজেলা প্রশাসন। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করায় এ সব প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত বটমূল চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। র্যালিটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে যথাস্থানে এসে মিলিত হয় ও নির্বাহী অফিসারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণসহ উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, যে ফুলটি প্রস্ফুটিত হওয়ার কথা ছিল, সেটি কলিতে হারিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে অনেক দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী খুন হওয়ার ইতিহাস রয়েছে। কিন্তু বাংলাদেশের স্থপতি ও তার পরিবারকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এ ইতিহাস বিরল।
এ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল আহাম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এদিকে উক্ত অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৃথকভাবে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ কেক কাটা, দোয়া ও আলোচনা সভা করেছেন বাঘা উপজেলা আওয়ামী লীগ ও আড়ানী পৌর মেয়র মুক্তার আলী। এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং আওয়ামী সকল সহযোগী সংগঠন।