মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৪:৫৬

সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ অক্টোবর) এটি উদ্বোধন করেন তিনি। এরপর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

শনিবার সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এতে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনসহ আরও অনেকে। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

এতে বিশেষ অতিথি থাকার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তার অনুপস্থিতিতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এছাড়া, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতাসহ সারাদেশ থেকে আসা বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এতে যোগদান করেন।

ইত্তেফাক/এইচএ