বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুমিল্লায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার উন্মুক্ত প্রদর্শনী

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:৩৫

সদ্য মুক্তিপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে জেলার বরুড়া উপজেলা অডিটোরিয়ামে সর্বসাধারণের জন্য এই উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেন বরুড়া উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর পৃষ্ঠপোষকতায় ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম। প্রদর্শনীর উদ্বোধন শেষে শফিউদ্দীন শামীম বলেন, ‘বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এই সিনেমার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, রাজনীতি ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। তাই জাতির পিতার মহান আদর্শ ছড়িয়ে দিতে আমরা সিনেমাটি বরুড়া পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটিতে দুটি করে শো দেখানোর ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে অন্য সব ইউনিয়নে সিনেমাটি প্রদর্শিত হবে।’

এদিকে বিনা টিকেটে সিনেমাটি দেখে এর ভ‚য়সী প্রশংসা করেছেন দর্শক ও অতিথিরা। তারা বলেন এ এলাকায় সিনেমা হল নেই, জেলা সদরে গিয়ে সিনেমা দেখতে হতো। শফিউদ্দিন শামীম বিনামূল্যে এমন আয়োজন করায় দর্শকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কুমিল্লার উপজেলা পর্যায়ে ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে এই সিনেমার উন্মুক্ত প্রদর্শনী উপজেলা পর্যায়ে বরুড়ায় এই প্রথম।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আদ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরহাদ হোসেন প্রমুখ।

গত ১৩ অক্টোবর সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ২০১৯ সালে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন