টেড-এক্স গুলশান ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। এতে যোগ দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং শিক্ষামন্ত্রী ড. দীপু মনিসহ দেশ-বিদেশের স্বনামধন্য ১৬ জন বক্তা।
বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টেড-এর স্বাধীনভাবে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানকে বলা হয় টেড-এক্স। বিশ্ববিখ্যাত সব টেড-এক্স বক্তাদের মধ্যে রয়েছেন বিল গেটস, ইলন মাস্ক, গ্রাহাম স, স্যার কেন রবিনসনসহ আরও অনেকে।
বাংলাদেশে স্ট্যান্ডার্ড টেড-এক্স লাইসেন্সধারী একমাত্র সক্রিয় প্ল্যাটফর্ম হলো টেড-এক্স গুলশান। যারা ২০২০ সালের প্রবল জনপ্রিয়তার পর আবারো আবারো ফিরে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় টেড-এক্স অনুষ্ঠানের আয়োজন নিয়ে।
টেড প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সমাজে ছড়িয়ে দেওয়ার মতো চিন্তা এবং ধারণাগুলোকে প্রচার করা। সেটি মাথায় রেখেই এবারের টেড-এক্স গুলশান এর প্রতিপাদ্য বিষয় হলো ‘সমতার জন্য উদ্ভাবন’, যা দর্শকদের মনে উদ্ভাবনী চিন্তার খোরাক যোগাবে বলে মনে করছেন আয়োজকরা। ১৬টি উদ্দীপনাময় বক্তব্য ছাড়াও অনুষ্ঠানের শেষে উপস্থিত দর্শক উপভোগ করবে একটি সংগীত পরিবেশনা।
১০০০ জনেরও বেশি অংশগ্রহণকারীসহ করোনা মহামারির ঠিক আগে টেড-এক্স গুলশান ২০২০ সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে। বিগতবারের তুমুল সাফল্যকে ছাড়িয়ে এবার নতুন উদ্যমে টেডের অফিসিয়াল চ্যানেলের ৫ কোটির বেশি দর্শকদের কাছে বাংলাদেশের বক্তাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করছে টেড-এক্স গুলশান ২০২৩ এ।
এই অনুপ্রেরণামূলক আলোচনার পাশাপাশি, কোক স্টুডিও বাংলাদেশের একজন গায়ক ঋতু রাজের একটি সঙ্গীত পরিবেশনাও থাকবে।
৪ নভেম্বর, রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন হলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত হবে টেড-এক্স গুলশান ২০২৩। যে কেউ টিকিট কেটে অংশগ্রহণ করতে পারবে এখানে।
টেড-এক্স গুলশান ২০২৩ এর স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়াও সিলভার স্পন্সর হিসেবে থাকছে গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ড্যান ফুডস লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড; আইস ক্রিম পার্টনার হিসেবে থাকছে পোলার আইসক্রিম পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং টিকেটিং পার্টনার টিকিফাই। ইভেন্টে ই-লার্নিং ও নলেজ পার্টনার হিসেবে থাকছে লিড একাডেমি এবং ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে ওয়াই-এস-এস-ই। বিস্তারিত জানা যাবে (https://tedxgulshan.com) লিংকে।