বর্তমানে প্রযুক্তি নির্ভর অন্যতম একটি পড়ার বিষয় হলো বিএসসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং- যা ইতোমধ্যেই বিশ্বব্যাপী স্বীকৃত এবং জনপ্রিয়। এই সেক্টরে দিন দিন চাকরির বাজার প্রসারিত হচ্ছে। এভিয়েশন সেক্টরে বিপুল দক্ষ লোকের অভাব পরিলক্ষিত হচ্ছে। এভিয়েশনে ক্যারিয়ার গড়ে তোলার এটাই আদর্শ সময়। আর এই সুযোগটি করে দিচ্ছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক)।
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং হলো সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স যেখানে ৮ সেমিস্টার পড়াশোনা করে আপনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউমান মেকানিক্স, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রাডার সিস্টেমস, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, রেডিও ইলেকট্রিকাল সিস্টেমস, এয়ারক্রাফট ইন্টেরিওর, জেট ইঞ্জিন মেইনটেনেন্স, থার্মাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাডার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রেডিও টেকনোলজি, স্যাটেলাইট এন্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ নানা সেক্টর ও বিসিএস, সরকারি-বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন ৷
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স এন্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এর ৬০ ক্রেডিট অধ্যয়ন করবেন। এখান থেকে পাশ করে মদ্যপ্রাচ্চের এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্যান্য যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলোতে রয়েছে কাজ করার সুযোগ ৷
ভর্তির যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এই বছর অথবা পূর্ববর্তী বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীরা বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে পারবে।
দেশে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ রয়েছে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে। এভিয়েশনে ক্যারিয়ার গড়ে তোলার এটাই আদর্শ সময়। উত্তরার ১৬জে সেক্টরের বাড়ি- ২২, রোড- ১৩-এ রয়েছে এই কলেজ। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পুরোদমে বিএসসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।