মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বঙ্গবন্ধু টানেলে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী আহত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১১:৩৪

বন্দর নগরীর পতেঙ্গা এলাকায় বঙ্গবন্ধু টানেলে বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফাত জানান, রাত আটটা ৫০ মিনিটের দিকে আনোয়ারাগামী একটি বাস পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ৩ যাত্রী আহত হন।

রিফাত বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আমরা গাড়ি দুটি জব্দ করেছি। কিন্তু বাসের চালক পালিয়ে গেছে।’

টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এতে টানেলের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে টানেল কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এইচএ