শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আরব আমিরাতে বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের কঠিন চীবর দান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৩:৫৩

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের উদ্যোগে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম শুভ কঠিন চীবর দান ঘিরে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) আরব আমিরাতের শারজাহ মোবারক সেন্টারে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষ্যে সকাল থেকে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দানসহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।

দানসভায় সভাপতি ছিলেন ঢেমশা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলানন্দ মহাথের, আশীর্বাদক ছিলেন বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসনরক্ষিত মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন মোগলটুলি শ্মশানভূমি শাক্যমুনি বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত তিলোকাবংশ মহাথের, উদ্ধোধক ছিলেন প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রামন প্রশিক্ষণ কেন্দ্র ও সাধনা পরিবেনের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত শীলমিত্র স্থবির, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাপাল থের, ভদন্ত প্রজ্ঞাশুভ ভিক্ষু।

নয়ন বড়ুয়া ও সুমেধ চৌধুরীর  সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন মানিক বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৌশলী লাভলু বড়ুয়া, আশীষ বড়ুয়া, রনি বড়ুয়া, দীপংকর চৌধুরী, অনুত্তর বড়ুয়া, জনি বড়ুয়া, প্রকৌশলী অসীম তালুকদার, টিপু বড়ুয়া, ছোটন বড়ুয়া বিকাশ। এছাড়া স্বাগত ভাষণ দেন প্রকৌশলী সুপায়ন বড়ুয়া।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বৌদ্ধদের উপস্থিতিতে এক মহামিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান।

ইত্তেফাক/এসকে